নিতেশ দেব, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার ১৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয় থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ও ভাইস চেয়ারম্যান ( নারী) পদে প্রতিদ্বন্ধি ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এতে অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ-( কৈ মাছ), বর্তমান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম -আলম( আনারস), মাহফুজুল আলম মাহফুজ – (মোটর সাইকেল) এবং ইকরামুল মজিদ চৌধুরী শাকিল (ঘোড়া) প্রতীক পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল মতিন মাষ্টার (বই) , নোমান মোল্লা ( উড়োজাহাজ) , আরিফ মিয়া ( টিয়াপাখি) , রাসেল আহমেদ ( চশমা), মানিক মোহন দাশ ( টিউবওয়েল) , কাউছার আহমেদ (মাইক) , রাজিব কান্তি রায় ( তালা)ও ভাইস চেয়াম্যান (মহিলা) পদে নাঈমা আক্তার সুমি(প্রজাপতি), প্রিয়া বেগম ( ফুটবল), মোছাঃ আলেয়া বেগম (হাস) , তানিয়া আক্তার (কলস)।