• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৩ মে, ২০২৪
নিতেশ দেব, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই  উপজেলার ১৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয় থেকে  উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ও ভাইস চেয়ারম্যান ( নারী) পদে প্রতিদ্বন্ধি ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
 এতে অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ-( কৈ মাছ), বর্তমান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম -আলম( আনারস), মাহফুজুল আলম মাহফুজ – (মোটর সাইকেল) এবং ইকরামুল মজিদ চৌধুরী শাকিল (ঘোড়া) প্রতীক পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল মতিন মাষ্টার  (বই) ,  নোমান মোল্লা ( উড়োজাহাজ) , আরিফ মিয়া ( টিয়াপাখি) , রাসেল আহমেদ ( চশমা),  মানিক মোহন দাশ ( টিউবওয়েল) , কাউছার আহমেদ (মাইক) ,  রাজিব কান্তি রায় ( তালা)ও ভাইস চেয়াম্যান (মহিলা) পদে  নাঈমা আক্তার সুমি(প্রজাপতি), প্রিয়া বেগম ( ফুটবল),  মোছাঃ আলেয়া বেগম (হাস) , তানিয়া  আক্তার (কলস)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ