সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ব্র্যাক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণ্যাঢ্যা র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আকতার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্য্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম .আজাদ, ব্র্যাকের উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম, ব্র্যাকের অল্লিকা দাশ ও ব্র্যাক ওয়াসের বিরেশ চক্রবর্ত্।ী
এর পুর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি র্যালীতে আসা শিক্ষার্থীদের হাত ধোয়া পদ্ধতি শেখানো কার্যক্রমের উদ্বোধন করেন। এতে কয়েক শত শিক্ষার্থী হাত ধোয়া শিখেন।