মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গাঁজাসহ ২ জনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া এলাকার রবিদাস সম্প্রদায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- মৃত মতিলাল রবিদাসের ছেলে রঞ্জিত রবিদাস (৫০) ও ঠাকুরা রবিদাসের স্ত্রী সাবিত্রী রবিদাস (৪২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ জানতে পারে রবিদাস সম্প্রদায়ের কয়েকজন মাদকের ব্যবসা করছে। খবর পেয়ে এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে রাজনগর থানার একদল পুলিশ অভিযান চালায়। সেখানে রঞ্জিত রবিদাসের কাছ থেকে ৫০০ গ্রাম ও সাবিত্রী রবিদাসের কাছ থেকে ১০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মোট ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের দুইজনকে আটক করা হয়।
রাজনগর থানার এসআই অজিত কুমার তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে দুইজনের কাছ থেকে মোট ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।