সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের দুর্গাপুর বাজার এলাকার পূর্ব পাশের শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট রোডের পাশ থেকে সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
আটক সাইফুল চুনারুঘাট উপজেলার চেগানগর গ্রামের মোঃ জঙ্গু মিয়ার পুত্র।
অভিযানকালে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা সহ সাইফুলকে আটক করা হয়।
এ ঘটনায় এসআই করিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাদকদ্রব্য সংশোধনী আইন ২০০৪ এর ১৯ (১) টেবিল ৯ খ/২৫ ধারায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, আটককৃত কালাম ইতিপূর্বে বেশ কয়েকবার মাদকসহ আটক হয়ে হাজতবাস করে। কিন্তু আইনের মারপ্যাচে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
ডিবির ওসি জানায়, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’