মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকে অক্সিজেন দেয়া হচ্ছে। তবে তাঁর শারিরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ২টায় এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, তাঁর শরীরে অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় অক্সিজেন সার্পোট দেয়া হচ্ছে।
এর আগে সোমবার (৬ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এ কণ্ঠশিল্পী সিলেটের দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেলিম চৌধুরী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার বাসিন্দা।