শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে দুর্গাপূজার উৎসব প্রথম দিনেই জমে ওঠেছে।
মঙ্গলবার সকালে মণ্ডপে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। রাতে ভারতের অাসাম রাজ্যের শিলচর শহরের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতসন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
আরো উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক অালী ও বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মাসুম প্রমূখ।
অনুষ্ঠানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। পূজা মণ্ডপের সভাপতি নিরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে অায়োজিত এবং সাধারন সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বরেন, পুজোর মধ্যে হবিগঞ্জ তথা বাহুবল নিয়ে কোনো ঝুঁকি নেই। তবু প্রশাসন সজাগ। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব যাতে এখানে সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয় তারজন্য প্রশাসন কড়া ভূমিকা গ্রহন করেছে।
পরে শিলচরের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এতে বহু দর্শকের সমাগম ঘটে। বুধবার বেলা ১১টায় এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। রাতে সঙ্গীতানুষ্ঠান হবে।