করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শেরপুর সেতু বন্ধ থাকবে ৪ দিন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২০

করাঙ্গীনিউজ: ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে কুশিয়ারা নদীর ওপর নির্মিত সেতু এবং কাগজপুর সেতু সংস্কার করবে সড়ক বিভাগ। এ কারণে ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত এ সেতু দুটি দিয়ে কোন ধরণের যানবাহন পারাপার করতে পারবে না বলে জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, আগামী জুলাই মাসের ৩ তারিখ ভোর ৬টা হতে ৭ তারিখ ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেস্ক্যাবে মেরামত কাজ হবে।

মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ