• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাজনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২০

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা মৃতদেহ দুটি উদ্ধার করেছে।

রবিবার (২১ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকার ছানু মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২-৩ দিন আগে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার দেলওয়ার হোসেনের মেয়ে কদমহাটা এলাকায় অসুস্থ নানিকে দেখতে আসে শামিমা বেগম (৯)।

রবিবার দুপুর ১ টার দিকে কদমহাটা গ্রামের ছানু মিয়ার মেয়ে সানজিদা আক্তারের (৭) সাথে শামিমা বেগম বাড়ির আঙিনায় খেলা করছিল। কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে তারা বাড়ির দক্ষিণ পাশের পুকুরে কোনো একসময় ডুবে যায়। দুপুর দেড়টার দিকে তাদের খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখেন। পরে পানি থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো বোন বলে জানিয়েছে পুলিশ।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ শেখর ঘোষ বলেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলোর সুরতহাল করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ