করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কোম্পানীগঞ্জে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস (২৬)-এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বাবুল উপজেলার শাতাল শান্তিবাজার গ্রামের মৃত গোলাপ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস (২২) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানা যায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবির কর্মকর্তারা জানান, কাঠ চুরির জন্য ওই ৫/৬ জন ভারতে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া নাগরিকরা গুলি করে। এতে বাবুল বিশ্বাস মারা যান ও ইন্দ্র বিশ্বাস আহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ