মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম। বয়স ৪০ বছর। বাড়ি শহরের মিশন সড়কে।
একই সড়কের ৪১ বছর বয়সের একজন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সাব অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) (২৮)। তিনি থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে। অন্য একজন ৩৫ বছরের যুবক।
তার বাড়ি শহরের জেটি সড়কে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। এর মধ্য ২৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আবু নাহীদ জানান, আজ শনিবার ঢাকা ল্যাব থেকে এই ৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
তাদের শরীরে উপসর্গ থাকায় গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রদ করা পাঠঅনো হয়েছিল।