1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
১০ উইকেটের সহজ জয় পেল ভারত - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৪ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১০ উইকেটের সহজ জয় পেল ভারত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

ক্রীড়া ডেস্কঃ রাজকোট টেস্টের মতো হায়দরাবাদেও তিন দিনে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম টেস্টে ইনিংস ও ২৭২ রানে জয় পায় ভারত। হায়দরাবাদে ১০ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

আগের দিনে ৪ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছিল ভারত। রোববার তৃতীয় দিনে ফের ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এদিন মাত্র ৫৯ রান যোগ করতেই ৬ উইকেট হারায় ভারত।

আগের দিনের করা ৭৫ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে এদিন মাত্র ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। দুর্দান্ত খেলা সত্ত্বেও ২০ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের এই সহঅধিনায়ক।

একই অবস্তা রিশব প্যান্টের। আগের দিনে ৮৫ রানে অপরাজিত থাকা রিশব এদিন আর মাত্র ৭ রান যোগ করতেই বিপদে পড়ে যান। ইনিংসের শুরু থেকে দুর্দান্ত খেলা রিশব মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। গ্যাব্রিলের শিকারে পরিণত হওয়ার আগে ১৩৪ বলে ১১টি চারও ২টি ছক্কার সাহায্যে ৯২ রান করেন রিশব।

রাহানে এবং রিশবের বিদায়ের পর উইকেটে আর স্থায়ী হতে পারেননি ভারতীয় কোনো ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ রানে একাই ৫ উইকেট নেন জেসন হোল্ডার। ৩ উইকেট নেন গ্যাব্রিল।

৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উমেশ যাদবের গতি আর জাদেজা এবং অশ্বিনের স্পিনে কাবু হয়ে মাত্র ১২৭ রানেই অলআউট উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সুনিল আম্রিস। ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন উমেশ। ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ৭২ রান। সহজ লক্ষ্যতাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ওপেনার পৃথ্বী শ ও লোকেশ রাহুল। দুজনেই ৩৩ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১/১০ (চেজ ১০৬, হোল্ডার ৫২; উমেশ ৬/৮৮) এবং দ্বিতীয় ইনিংস: ১২৭/১০ (আম্রিস ৩৮; উমেশ ৪/৪৫)।

ভারত ১ম ইনিংস: ৩৬৭/১০ (রিশব ৯২, রাহানে ৮০, পৃথ্বী ৭০; হোল্ডার ৫/৫৬)। এবং দ্বিতীয় ইনিংস: ৭৫/০ (রাহুল ৩৩*, ‍পৃথ্বী ৩৩*)।

ফল: ভারত ১০ উইকেটে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: উমেশ যাদব (ভারত)

সিরিজসেরা: পৃথ্বী শ (ভারত)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
x