• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল সরকারি কলেজে বৃক্ষ রোপন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ ভারসাম্য রক্ষায় ও গণসচেতনতার লক্ষে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।

মঙ্গলবার (১৬জুন) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাতের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনার সভার মাধ্যমে এই বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন জাতের ফলজ ও ঔষুধি গাছের বেশ কিছু বৃক্ষ রোপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসীন আলী, উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক তৌহিদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারি কলেজ ছাত্রলীগের যুন্মসাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব ৮আকিব (পাপ্পু), আজিজুর রহমান,সাজ্জাত আহমেদ, সাগর আহমেদ রণি, সম্রাট আহমেদ, রিয়ন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ