করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট বিভাগে একদিনে ১৬৫ জন করোনায় আক্রান্ত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২০

নিজস্ব প্রতিনিধি: সিলেট বিভাগের ৪ জেলায় একদিনে আরো ১৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

শনিবার (১৩ জুন) ওসমানী মেডিকেল কলেজ, শাবি এবং ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়। ঢাকা ও শাবির ল্যাব মিলিয়ে এ জেলায় শনিবার ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা তেইশশ’ অতিক্রম করেছে।

সিলেট জেলায় শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

সুনামগঞ্জে আক্রান্ত হওয়ার ৯২ জনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬১ জনের ও ঢাকার ল্যাবে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়।

আর বাকি দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১৩ জন করে নতুন শনাক্ত হয়েছেন। এই দুই জেলার রিপোর্টই ঢাকার ল্যাব থেকে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ