করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জের ওসি মিজান বদলি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তিনি বলেন, ওসি মিজানকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে জনস্বার্থে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে।

জানা যায়, মিজানুর রহমান ২০১৯ সালের ১১ মে গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গোলাপগঞ্জ মডেল থানায় ওসি মিজানের পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করেন একেএম ফজলুল হক শিবলী। তিনি ৫ বছর ওসির দায়িত্বে থাকার পর গত বছরের ১৮ এপ্রিল তাকেও ঢাকায় বদলী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ