মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশেনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, সাবেক মেয়র কামরানকে এয়ার এম্বুলেন্সে সিলেট থেকে ঢাকায় নেয়া হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।