মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসি গ্রামে নিজ বাড়িতে ছুরি দিয়ে কুপিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব জামসি গ্রামে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব জামসি গ্রামের মা জায়েদা খাতুন ওরফে (চিনি বেগম) (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন বেগম (২৭)।
এদিকে হত্যার খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান এবং ওসি আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক মো. সোহেল রানা বলেন, তদন্ত চলছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।। নিহতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, নিহতের স্বামী আজগর আলীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে সে এই হত্যাকান্ড ঘটাতে পারে। তার বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল মো. আশরাফুজ্জামান।