করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান কবির আহমদ আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছিলেন। দুপুর আড়াইটার দিকে তার শরীর খারাপ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীস্বজন ও গুনগ্রাহী রেখেগেছন।

তাঁর বাড়ি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল সানকপুর গ্রামে।

করিব আহমদ মুশন লক্ষীপাশা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। জনপ্রিয় ও স্বনামধন্য চেয়ারম্যান হিসেবে তিনি সর্বত্র পরিচতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ