• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় ক‌লে‌জছাত্রীর লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজা‌রের কুলাউড়ায় গলায় ফাস দেয়া ধর্মী কুর্মী (১৮) না‌মের এক ছাত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (৩ জুন) রাত ১১ টার দিকে বরমচাল চা বাগানের অফিস লাইন বস্তির ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই বাগানের চা শ্রমিক যোগ্য কুর্মীর মেয়ে। বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ধর্মী সব সময় নি‌জের ঘ‌রে থাক‌তো। বুধবার প্র‌তি‌দি‌নের ম‌তো ধর্মীর বাবা, মা কা‌জে যান। বি‌কে‌লে কাজ থে‌কে বা‌ড়ি‌তে ফি‌রে তারা দেখ‌তে পান ধর্মীর গলায় ফাস অবস্থায় লাশ। স্থানীয়ভা‌বে বিষয়‌টি গোপন করার চেষ্টা হ‌য়ে‌ছি‌লো ব‌লে জানা যায়।

ত‌বে খবর পে‌য়ে কুলাউড়া থানার ও‌সি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃ‌ত্বে এক‌টি টিম ঘটনাস্থ‌লে যায়। লাশ‌টির প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হয়। এ‌রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ‌টির ময়নাতদ‌ন্তের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে ব‌লে জানা যায়।

এদি‌কে স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মী জানান, বুধবার সন্ধ্যার কোন এক সময় ঘরের সবার অজান্তে ধর্মী কুর্মী ঘরের আড়ায় গলায় রশী দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেলে পুলিশকে জানানো হয়। সে কেন এটি করেছে পরিবারের কেউ বলতে পারছেন না।

কুলাউড়া থানার পরিদর্শক(তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ