মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে বাস টার্মিনাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের একটি পক্ষ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে আসছিলো।
বিকেলে বাস টার্মিনাল এলাকায় সেলিম সমর্থিত পক্ষের সাথে বিরোধীরা সংঘাতে জড়িয়ে পড়ে। দুইপক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ ও ভাঙচুর করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো। দক্ষিণ সুরমা থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।