• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে র‍্যাবের ১৩ কর্মকর্তার করোনা শনাক্ত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০

নিজস্ব প্রতিনিধি: এলিট ফোর্স র‍্যাপিড একশন ব্যাটিলিয়ান (র‍্যাব)-৯ এর ১৩ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় র‍্যাবের সিলেট ইউনিটের ৯ সদস্যের করোনা শনাক্ত হয়।

এরআগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অনেকের করোনা শনাক্ত হলেও সিলেটে এই প্রথম র‍্যাব সদস্যদের করোনা শনাক্ত হলো।

র‌্যাব-৯ এর (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। বাকীদের হালকা জ্বর-সর্দি রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়। একইদিনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সমানসংখ্যক নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ