মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে পুলিশ-পল্লী বিদ্যুতের কর্মীসহ আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৩ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে গোলাপগঞ্জের পাঁচজন, সদর উপজেলায় ছয়জন, জকিগঞ্জের তিনজন, বিশ্বনাথের দুইজন, জৈন্তাপুরের একজন, দক্ষিণ সুরমার একজন বলে জানিয়েছে একটি সূত্র।
আর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে শনিবার নতুন আরও ১৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯২ জন, সুনামগঞ্জে ৮৯, হবিগঞ্জে ১৫৬ ও মৌলভীবাজার জেলায় ৮৩ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৭০ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।