শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ অার্জেন্টিনায় অনুষ্ঠিত যুব অলিম্পিকে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হকি দল।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) কানাডাকে ৫-২ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে প্রথম তিন ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার কাছে হেরেছিল বাংলাদেশের যুব হকি দল।
ফাইভ-এ-সাইড এই প্রতিযোগিতায় এদিন কানাডার বিপক্ষে প্রথমার্ধ অবশ্য ১-১-এ সমতায় ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি তারা। করে আরও চারটি গোল, হজম করে একটি।
জয়ী বাংলাদেশের হয়ে দুই গোল করেন সাইফুল আলম। একটি করে গোল করেছেন হাসান মোহাম্মদ, সোহাসুর রহমান ও আরশাদ হোসেন।
এই টুর্নামেন্টে বাংলাদেশ হকি,আর্চারি ও শুটিংয়ে অংশ নিচ্ছে।