করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত পল্লী চিকিৎসকের নাম আবুল কাশেম (৪০)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে।

তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি ভাড়াবাসায় থাকতেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, আবুল কাশেম উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এছাড়াও এ বাজারে তার ফার্মেসি ব্যবসা রয়েছে।

আবুল কাশেম বুধবার রাত ১০টার দিকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত দেড়টার দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন।

গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে তিনি আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ