• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তাহিরপুরে লোকালয়ে বিলুপ্ত প্রজাতির ‘বনরুই’ আটক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মেঘালয় পাহাড় থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লোকালয়ে খাদ্যের সন্ধানে বিলুপ্ত প্রজাতির বনরুই আটক হয়েছে।

 

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিলেটের খাদিম নগরে থাকা সংরক্ষিত বনে বনরুইটিকে অবমুক্ত করা হয়েছে।

 

উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা গ্রাম থেকে মঙ্গলবার সকালে বন্যপ্রাণী বনরুইটিকে আটকের করার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় বন বিভাগে হস্তান্তর করা হয়।

 

জানা গেছে, ওপারের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে এসে উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের চাঁন মিয়ার বাড়ির বসতঘরে ডুকে বনরুইটি মাটি খুঁড়ছিল মঙ্গলবার সকালে। পরিবারের লোকজন মাটি খোঁড়ার শব্দ পেয়ে কৌশলে বনরুইটিকে আটক করেন। এরপরই বড় আকৃতির বিরল প্রজাতির বনরুইটিকে একনজড় দেখার জন্য চাঁন মিয়ার বাড়িতে আশপাশের গ্রামের লোকজন ভিড় করতে থাকেন।’

 

সুনামগঞ্জ বনবিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম মঙ্গলবার সন্ধায় খাদিম নগর সংরক্ষিত বনে বিলুপ্তপ্রায় বড় আকৃতির ওই বনরুইটি অবমুক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ