মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গলে অনিয়মের অভিযোগে ২ ইউপি সদস্যেক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন, কালাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং একই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম। তাদের বিরুদ্ধে সরকারী খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে২০২০) প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বরখাস্ত আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।