• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স (৩৫)। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের মৃত মজুফ মিয়ার ছেলে।

শনিবার রাত পৌনে ২টার দিকে করোনা আক্রান্ত যুবকের পুরো গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত মহাপাত্র জানান, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।

শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। বিষয়টি বড়লেখা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরই শনিবার দিবাগত রাত ২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান ও থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনাস্থলে যান।

এর পর তারা স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় আক্রান্ত রোগীর পুরো গ্রাম লকডাউন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ