• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

শ্রীমঙ্গল (মমৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত ১২টায় ২৬ বছর বয়সের এক যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

ওই যুবক বেসরকারি এক ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ক্যাশ কর্মকর্তা।

শহরের মৌলভীবাজার সড়কে এ আর বিল্ডিংয়ে ভাড়া থাকেন। গত ২১ এপ্রিল ওই ব্যাংকারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি গত মার্চ মাসের ২২ তারিখ ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন।

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, তিনি শ্রীমঙ্গলে এসে কাউকে কিছু জানাননি। কিছুদিন আগে তার শরীরে জ্বর ও সর্দির খবর পেয়ে আমরা নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়েছিলাম। পরিক্ষার রিপোর্ট আজ পজেটিভ এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। ওই বিল্ডিংয়ে একটি রুমে তাকে রাখা হয়েছে।

পরিস্থিতির উপর পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে। ওই ব্যাংকার ছাড়াও আরও ১৫/১৬ এ বিল্ডিংয়ে থাকেন। যার জন্য আমরা রাতেই ওই বিল্ডিং ও এর আশপাশ এলাকা লকডাউন করে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ