মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়। আসামীরা পলাতক রয়েছে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে এক অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ।
পুলিশের ফোর্স নিয়ে অভিযানকালে দেওরাছড়া চা বাগানের ইরেশ মণি ভূমিজ এর ছেলে মনিরাম ভূমিজ (৩৮) এর ঘরে থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ ও একই বাগানের মহেন্দ্র ঘাটুয়ার ঘরে থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন। এব্যাপারে কমলগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪ ও ১৫ তারিখ : ২৩ এপ্রিল ২০২০। আসামী মনিরাম ভূমিজ ও অরুন ঘাটুয়ার পলাতক রয়েছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ এ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।