• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে চুরি করা সরকারি চাল উদ্ধার,আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে খাদ্য অধিদফতরের ১০ টাকা কেজি দরের সরকারি চাল চুরির অভিযোগে আশিক মিয়া ও ইসলাম মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে আশিক (৪৮) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। আটককৃত আশিক ওই ইউনিয়নের ভৈরববাজার সংলগ্ন নয়ানশ্রী গ্রামের মৃত আশ্বদ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, আশিকের বাড়িতে ১০ টাকা কেজি দরের সরকারি চাল মজুদ করে রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আশিককে আটকের পর চাল চুরির বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় একটি মহল। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জেনে গেলে তাদের এমন উদ্দেশ্য ভেস্তে যায়।

তবে অভিযানের বিষয়টি আগে ভাগেই জানতে পেরে আশিকের লোকজন অনেক চালের বস্তা সড়িয়ে ফেলে বলে জানা গেছে। আশিককে আটক করে থানায় নেয়ার পর তার লোকজন বেশিরভাগ চালের বস্লতা অন্যত্র সড়িয়ে ফেলে বলে ধারনা করেছে এলাকাবাসী।

পুলিশ সারাদিন এলাকাবাসীর সহায়তায় কালাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। সরিয়ে ফেলা ৫ বস্তা চাল স্থানীয় ভৈরববাজারের কলা ব্যবসসায়ী হেকিম খা, সিএনজি চালক শান্ত রঞ্জণ দাশ ও আটক আশিক মিয়ার বাসা থেকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কলা ব্যবসায়ী হেকিম খা জানান, তিনি পুলিশের হাতে আটক আশিক মিয়ার কাছ থেকে মঙ্গলবার ১৫শ’ টাকায় দুই বস্তা চাল কিনেছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে বরুনা এলাকার মৃত মছলন মিয়ার ছেলে সজু মিয়া (৩৮) নামে অপর ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

বৃহষ্পতিবার ওই ৩ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, খাদ্য অধিদফতরে চাল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ইতোমধ্যে আশিক ও ইসলামকে জিজ্ঞাসাবাদ করে সরকারি চাল চুরির সত্যতা পাওয়া গেছে।

এ সময় ৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, তদন্ত করে মূল হোতাদের নাম বের করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ