• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে চাল বিতরনে অনিয়ম: আ’লীগ নেতা বহিষ্কার

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি চাল বিতরণে অনিয়মের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নজরুল ইসলাম খান নামের ওই নেতা বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে সোমবার ওই নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আমির হোসেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান সরকারি চালের ডিলার। ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তিনি ওজনে ৭-৮ কেজি কম দিচ্ছিলেন। চাল গ্রহীতারা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

গ সোমবার বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে চাল ওজনে কম দেওয়ার সত্যতা পায়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতে নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে তার ডিলারশিপও বাতিল করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খান জানান, দণ্ডাদেশের পরই নজরুল ইসলাম খানকে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ