করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ঘরে ঘরে যাচ্ছে মেডিকেল টিম!

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিনিধি,সিলেট: করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে গেছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও মিলছে না চিকিৎসা সেবা। এতে বাড়ছে ঘরবন্দি অসুস্থ মানুষের দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে সিলেটে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

ঘরবন্দি অসুস্থদের চিকিৎসা সেবা দিতে তার মেডিকেল টিম যাচ্ছে ঘরে ঘরে। ঘরের কাছে চিকিৎসক পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা লোকজনও। কাউন্সিলর আজাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

সংকটকালীন এই সময়ে অন্যান্য জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে আসলে মানুষের দুর্ভোগ কমবে বলে মন্তব্য করেন তারা।

আর জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে আসলে এই দু:সময়ে মানুষের চিকিৎসা সেবা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে মনে করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। এরকম মহৎকাজে যারা এগিয়ে আসবেন তাদেরকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগতিারও আশ্বাস দিয়েছেন তিনি।

মেডিকেল টিমের প্রধান পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. কামাল উদ্দিন জানান, তার নেতৃত্বে মেডিকেল টিম বিভিন্ন পাড়ায় গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন। মানুষকে ঘরে রাখতেই চিকিৎসকরা ঝুঁকি নিয়ে এ কাজ করছেন।

এই সময়ে ভ্রাম্যমাণ টিম করে স্বাস্থ্য সেবা দেওয়া ঝুঁকিপূর্ণ হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তারা মানুষের কাছে যাচ্ছেন। কাউন্সিলর আজাদ তাদেরকে মানুষের সেবা করার সেই সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি।

মেডিকেল টিমের উদ্যোক্তা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, সকল অসুস্থতাই করোনাভাইরাস সংক্রমনের উপসর্গ নয়। কিন্তু রোগীদের নিয়ে হাসপাতালের চিকিৎসকরা আতঙ্কে রয়েছেন। আবার রোগীরাও হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। প্রাইভেট চেম্বারে গিয়েও তারা ডাক্তারদের পাচ্ছেন না। এমতাবস্থায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষকে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিকিৎসক ও রোগীর মধ্যকার ভয়ও দূর হবে বলে মন্তব্য করেন তিনি।

গত বুধবার থেকে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম নগরীর ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের পাড়া মহল্লায় গিয়ে অসুস্থদের চিকিৎসা দিয়েছে। নগরবাসীর সহযোগিতা পেলে পুরো নগরীতে ভ্রাম্যমাণ মেডিকেল টিম পাঠাতে চান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ