মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার হবিগঞ্জের সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ বেগম হুসনে আরা ওয়াহিদ আর নেই।
সোমবার বেলা ২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের স্ত্রী।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুসনে আরা ওয়াহিদ ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল ছিলেন। সাবেক এমপি হিসেবে মৃত্যু অবধি দলের সকল কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।
হুসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের একজন সফল সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে কয়েকটি দেশ পরিদর্শন করেন। এছাড়া তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতেও (SOCHUM) অংশ নেন।
হুসনে আরা ওয়াহিদের জন্ম ১৯৫৫ সালের ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজারে। ১৯৭৭ সালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদকে বিয়ে করেন তিনি। এরপর ১৯৯৬ সালে অষ্টম সংসদের এমপি নির্বাচিত হন।
তিনি মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, মৌলভীবাজার প্রেস ক্লাবসহ আরো অনেক সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে জড়িত একাদশ সংসদের সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের অন্যতম হেভিওয়েট এ প্রার্থী।