মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার বাড়ি শহরের মুসলিমবাগ এলাকায়। উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে মেয়েটির বাড়িতে যাবার রাস্তার মুখে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মেয়েটির স্বাসকষ্ট রোগ ছিল, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠিয়ে দেই।
এছাড়া গতকাল (শুক্রবার) ওই মেয়েটির পাশের বাসায় একজন পুরুষ মানুষ মারা যায়। যদিও মৃত ব্যক্তির শরীরে করোনার কোন সিনটম ছিল না। ’
শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সিলেট থেকে মেয়েটির মেডিক্যাল রিপের্টি না আসা পর্যন্ত তার বাসায় প্রবেশের রাস্তার মুখে লাল পতাকা দিয়ে শুধু ওই বাসা সংলগ্ন সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা হয়েছে।