মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: করোনা পরিস্থিতি মোকাবেলায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র, অসহায় লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিনসহ জেলা ও পৌর ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে অব্যাহত সহযোগিতা থাকবে।