করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দুস্থ মানুষের পাশে প্রবাসী পল্লী গ্রুপ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

করাঙ্গীনিউজ: সিলেটের দক্ষিণ সুরমা, কামাল বাজারসহ শহরের বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী পল্লী গ্রুপ।

এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে।

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষরা আর্থিক সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারাদেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম গ্রুপ প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য কাজ করছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের সকল সঙ্কটময় মুহূর্তে প্রবাসী পল্লী গ্রুপ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ