মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় হতদরিদ্র অসহায় ৬০ পরিবারের মাঝে সরকারি খাদ্য সামগ্রী তুলে দিল উপজেলা প্রশাসন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল একটি প্যাকেটে ১০ কেজি চাল,৫ কেজি আলু,দুই কেজি মশারি ডাল।
শনিবার (২৮মার্চ) বিকেলে দুই ঘন্টাব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ঘুরে ঘুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট ট্যাগ অফিসার।
পৌর শহরের জালালিয়া রোড, শাপলাবাগ ,হবিগঞ্জ রোড, মিশন রোড, গুহ রোড, কোর্ট রোড, মৌলভীবাজার রোড, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন সড়কে কাজ নেই দিনমজুর হতদরিদ্র নারী পুরুষের হাতে এসব খাবার তুলে দেয়া হয়।
পৌর নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে অযথা বাইরে ঘোরাফেরা না করে সবাইকে ঘরে থাকার আহবান জানানো হয়।
জানা যায়,জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০০ হত দরিদ্র পরিবারে যাদের কাজ নেই তাদেরকে সরকার প্রদত্ত ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আছাদুজ্জামান জানান, আমরা সাত মে.টন চাল বরাদ্দ পেয়েছি শ্রীমঙ্গল উপজেলায়। আর সত্তর হাজার টাকা। একটা প্যাকেটে ১০ কেজি চাল,৫ কেজি আলু,দুই কেজি মশারি ডাল দিয়ে মোট ৭০০ প্যাকেট ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণের জন্য।
শুধুমাত্র পৌরসভা ব্যাতীত সকল ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তালিকা করে রোববারের মধ্যে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার গনের উপস্থিতিতে বিতরণ শেষ করবেন। এছাড়া পৌরসভায় আমরা সরাসরি বরাদ্দ দেইনি। এটা উপজেলা প্রশাসনের মাধ্যমে আজ শনিবার বিকেলে মোট ৮০ জন হত দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। পরবর্তীতে বরাদ্দ আসলে এর আওতা আরো বাড়ানো সম্ভবপর হবে বলে জানান তিনি।