মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট কোতোয়ালি থানার রায়নগর এলাকায় শাহিন ইসলাম (২৬) নামের এক সিএনজি অটোরিকশাচালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে শাহিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। সিলেট ওসমানী মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক এ তথ্য জানান।
নিহত শাহিন রায়নগর এলাকার বসুন্ধরা-৫ নম্বর বাসার মুক্তাদির ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শাহিনকে ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ জানান, নিহত শাহিন সিএনজি অটোরিকশাচালক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ শনাক্ত করেছে।
এসআই ওমর ফারুক জানান, শাহিনের পিঠে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এলাকার কয়েকজন ছেলে শাহিনকে ছুরিকাঘাত করেছে বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।