• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের টহল

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মুহড়া ও টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই মৌলভীবাজার উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বাজার, শেরপুর মহা সড়ক থেকে এলাকার নিত্যপণ্য দোকানসহ বিভিন্ন স্থানে টহল দিয়েছে।

এতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল আবু হানিফ, মৌলভীবাজার মডেল থানার ইনচার্জ আলমগীর হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনী ও মডেল থানার পুলিশ সদস্য। এসময় তারা হ্যান্ড মাইক দিয়ে জনগণেকে ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।

জানা গেছে- করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, লকডাউনের সুযোগে কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে নেই দিকে নজর রেখে বিভিন্ন বাজার ও দোকানে খোঁজখবর নিচ্ছে প্রশাসন। জনসাধারনের নিরাত্তার স্বার্থে ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ