করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সন্ধ্যা থেকেই বন্ধ সিলেট নগরীর দোকানপাট

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস সন্দেহে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি যুক্তরাজ্য ফেরত এক নারীর ইতোমধ্যে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর থেকে আতঙ্ক বিরাজ করছে নগরীজুড়ে। এমনকি উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও। এছাড়া সার্বিক অবস্থা চিন্তা করে  সন্ধ্যার পর পর সিলেট নগরীর সকল মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিলেটের জেলা প্রশাসন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। তবে সোমবার ব্যবসায়ীদের সাথে মিটিং করে ও প্রেস কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকরে ব্যাপক প্রচারণা চালানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক এ. কাজী এমদাদুল ইসলাম।

তিনি বলেন, জনসমাগম রোধে ইতোমধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে সন্ধ্যার পর পর মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। আগামীকাল ব্যাপক ভাবে প্রচারণা চালানো হবে।

তিনি আরো বলেন, সোমবার আমরা ব্যবসায়ীদের নিয়ে বসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মানুষকে ব্যাপক ভাবে এ নির্দেশনা জানাবো। একই সাথে মাইকিং করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ