শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফ একই গ্রামের সমর আলীর বসত ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।