• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় বিয়ে করতে গিয়ে জরিমানা দিলেন ওমান প্রবাসী

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে না থেকে করতে চেয়েছিলেন বিয়ে। তাই গুনতে হলো ১০ হাজার টাকা জরিমানা।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী সরেজমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও মৌখিক সর্তক করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের মৃত হাবিবুর রহমানের (মাষ্টার) ছেলে ওমান প্রবাসী জিয়াউর রহমান জিয়া গত ১৫ মার্চ দেশে আসেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে ফোন দিয়ে ১৪ দিনের জন্য নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু জিয়া সেই আদেশ অমান্য করে শুক্রবার ভাটেরা ইউনিয়নের শরীফপুর গ্রামে বিয়ে করার প্রস্তুতি নেন।

বৃহস্পতিবার দুপুরে তার আকদ অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত হন। খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরেজমিন বরের বাড়িতে উপস্থিত হলে কিছু লোক বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।

এরপর হোম কোয়ারেন্টাইন আদেশ না মানায় বর জিয়াকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪ দিন অতিবাহিত হওয়ার পর বিয়ের অনুষ্ঠান করার নির্দেশনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ