• Youtube
  • English Version
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার- প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে রোববার সকাল ১১ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক (আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অফিস) রাইয়ান চৌধুরী চৈতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।

অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন সংস্থা, জয়িতাবৃন্দ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে শমশেরনগর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক নারী পরিষদের উদ্যোগে ৯ দফা দাবিতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। শমশের নগর দূর্গা মন্দির প্রাঙ্গনে মেরী রাল্ফ এর সভাপতিত্বে এবং মনি গোয়ালার পরিচালনায় বিশাল শুভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভী বাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক দে, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কমল গঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যুদ্ধা রফিকুর রহমান। উপজেলা ভাইস চেয়ার ম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা বিলকিস বেগম, কমলগঞ্জ গন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা মহাশয়া মঞ্জুশ্রী রায়, ইউ,পি সদস্য ইয়াকুব মিয়া, বাগান পঞ্চায়েত সভাপতি বাবু নিপেন্দ্র বাউরী, সম্পাদক গোপাল কানু প্রমুখ।

এছাড়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জস্থ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও লেখক গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও কবিতা, গান, অভিনয় পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিয়া আক্তার চৌধুরী ,কামরুল হাছান চৌধুরী, শামসুজ্জামান চৌধুরী, নকুল চন্দ শীল, এছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।
আলোচনা সভায় নারীরা নানা সমস্যার কথাও তুলে ধরেন। উল্লেখ্য যে অত্র অঞ্চলে এই প্রথম নারী দিবস পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ