মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৮ মার্চ রোববার শমশেরনগর রোডের শমশেরনগর সিটি ওভারসীজ সিএনজি গ্যাস পাম্পের পাশে।
জানা যায়, কমলগঞ্জ থানার এসআই অনিক ও এএসআই সুষেন চন্দ্র দাশ এর নেতৃত্বে এসআই কাশেম, এএসআই আয়েছ মিয়া, এএসআই সাইদুজ্জামান আনছারীসহ সঙ্গীয় ফোর্সরা ভানুগাছ রোড শমশেরনগর সিটি ওভারসীজ সিএনজি গ্যাস পাম্পের অনুমান ১৫০ গজ দক্ষিনে ভানুগাছ গামী রাস্তার উপর থেকে ৭৫০ গ্রাম গাজা সহ জুনায়েদ মিয়া (২২) পিতা আসাদুর রহমান আলতা, গ্রাম মানগাও ও ইব্রাহীম (১৯) পিতা মৃত সাজেদুর রহমান গ্রাম ইটারঘাট উভয় থানা কুলাউড়া জেলা মৌলভীবাজারকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।