মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লেগে প্রাইভেট কারের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে এক নারীসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১১ টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে ২ জন মিলে প্রাইভেট কারের চালককে সাথে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন। প্রাইভেট কারটি খেলার মাঠ প্রদক্ষিণ করে এসময় গাড়িটি (ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) নিয়ন্ত্রণ হারিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়টি উল্টে যায়। এ ঘটনায় গারিতে থাকা দুই নারী ও চালক আহত হয়েছেন।
তখন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সংবাদকর্মী মো. সালাহ্উদ্দিন ও হৃদয় ইসলাম মিলে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকা জনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জাহান প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহতের সত্যতা নিশ্চিত করেন