মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “ঝরে পড়া প্রতিভার অন্বেষণে জাগবে কমলগঞ্জ গাইবে এবার” এই শ্লোগানকে সামনে রেখে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” ২০২০ সংগীত বিষয়ক রিয়েলিটি ‘শো’র উদ্বোধন বৃহস্পতিবার ।
২৫০ জন শিল্পীর অংশগ্রহণে সকাল ১১টায় উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে কম্পিউটার শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
রিয়েলিটি ‘শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
জেলা পরিষদ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী মো. সালাহ উদ্দিন, কম্পিউটার শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আনহার আলী ও সাধারণ সম্পাদক বুলবুল সিনহা অনুষ্ঠান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।