এই দুই জেলে হলেন-জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসাইন আহমদ (৩২) ও একই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ (২০)।
বিজিবি-বিএসফ কোম্পানী কমান্ডার পর্যায়ে কথা বলে দুই জেলেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম পিএসসি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।