করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রাম থেকে সিলেটে স্থানান্তর করেছে বোর্ড।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রথমিক সূচি অনুযায়ী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে ম্যাচ। নতুন সূচি অনুযায়ী একই তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভেন্যু পরিবর্তনের কোন সুনির্দিষ্ট কারণ নেই। সিলেট তাদের ভেন্যুতে আরো বেশি করে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানোয় মূলত ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। চট্টগ্রামে সচরাচর নিয়মিত ভাবেই প্রচুর সংখ্যক ম্যাচের আয়োজন করা হয়। সুতরাং আমরা ভেবেছি সিলেটকে আরো কিছু বেশি সুযোগ দেয়া দরকার। কারণ সেখানকার ভেন্যুটিও আইসিসি অনুমোদিত।’

আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সঙ্গে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেট সফর করবে দল দুটি। ১, ২ ও ৬ মার্চ তিন ম্যাচের সিরিজ শেষ করে দল দুটি ঢাকায় ফিরে আসবে। ঢাকায় আগামী ৯ ও ১১ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ