সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে নিরঞ্জন সাহা নিরু দ্বৈত ব্যাডমিন্টন টুনার্মেন্টের উদ্বোধন করেন বাহুবল নবীগঞ্জ সার্কেলের এ এস পি পারভেজ আলম চৌধুরী।
শনিবার রাতে অনুষ্টানে সভাপতি ছিলেন কমিনিউটিং পুলিশের সভাপতি আসকার আলী।
স্বাগত বক্তব্য রাখেন টুনার্মেন্টের সাধারণ সম্পাদক পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ,বক্তব্য রাখেন টুনার্মেন্টের পৃষ্ঠপোষক নিরঞ্জন সাহা নিরু।
উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়ার কাজী আলপু, এনামুল হক এনাম,নুরুল আমিন শাহজাহান,জনাব আলী, মোঃ ফরিদ মিয়া।
টুনার্মেন্ট পরিচালনায় ছিলেন মোঃ সুমন মিয়া,মোরাদ,ফরহাদ,বাছিত,ফয়সল, আমির।
অনুষ্টান উপস্থাপনায় ছিলেন এম শামছুদ্দিন। অনুষ্টানের শুরুতে অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি।