মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে তানভীর খান (১৫) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। শমশেরনগর বিমান বন্দর সড়কের বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ তানভীর খান (১৫) শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
তার চাচা আনোয়ার খান বলেন, সে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনদের বাসা বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ফলে শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (জিডি নং ৪১৬)। তাকে পেলে পারিবারিক মুঠোফোন ০১৯১৯ ৭১০৬৭৫ ও ০১৭১৯ ৩৭৩০৭৬ নম্বরে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।