সোমবার, ১২ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দিরাই-মদনপুর সড়কে বাস চাপায় মোটর সাইকেল আরোহী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার চাচাতো ভাই শ্যামারচর গ্রামের কবির মিয়া নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কবির মিয়া একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন। তিনি অফিসের কাজে নিজ বাড়ি হতে মোটর সাইকেলযোগে সুনামগঞ্জে যাওয়ার পথে দিরাই বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করলে সিলেট থেকে আসা সিলেট-জ-০৪-০০৯৫ ঘাতক বাসটির সাথে মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে যাওয়ার পথেই সে মারা যান।
দিরাই থানার ওসি আনিসুল হক জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। বাসচালক পলাতক রয়েছে।